সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রুমিন ফারাহানা

পিবিএ,ঢাকা: বিরোধী দলের ভূমিকা নিয়ে আবারও বিতর্কে লিপ্ত হয়েছেন জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা। সংসদের বৈঠকে বিএনপি দলীয় সদস্যদের বক্তব্যের জবাব সংশ্লিষ্ট মন্ত্রী দেওয়ার আগেই জাতীয় পার্টির সদস্যরা দিয়ে দিচ্ছেন। বিরোধী দলের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারাহানা। তিনি বলেন, ‘এমন এক সংসদে রয়েছি কে সরকারি দলের, আর কে বিরোধী দলের, তা বোঝার উপায় নেই।’

গত কয়েকদিনের ধারাবাহিকতায় রবিবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটের মঞ্জুরি দাবির ওপর আলোচনাকালে এ ঘটনার অবতারণা হয়। এসময় বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চুন্নু ‘আমরা ক্ষমতায় আছি‘ বলেও মন্তব্য করেন। এ পর্যায়ে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারাহানা বলেছেন, ‘এমন এক সংসদে রয়েছি কে সরকারি দলের, আর কে বিরোধী দলের, তা বোঝার উপায় নেই।’

২০১৯-২০ অর্থবছরের বাজেটে মঞ্জুরির দাবিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ত্রাণ— এই চার মন্ত্রণালয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সদস্য হারুনুর রশীদ অভিযোগ করেন, জেলা হাসপাতালগুলোতে চিকিৎসক নেই। জেলা ও উপজেলায় স্বাস্থ্যসেবা বলতে কিছুই নেই। চিকিৎসা খাত এখন ভারতীয় বাজারে পরিণত হয়েছে। তিনি বলেন,‘এখানে উপস্থিত এমপিরা কেউই বাংলাদেশে চিকিৎসা নেন না। সবাই ভারত অথবা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন। ডাক্তাররা নিজের পেশার তুলনায় রাজনীতির সঙ্গে বেশি জড়িয়ে গেছেন।’

পিবিএ/বাখ

আরও পড়ুন...