অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা ও পরিকল্পনায় আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দরভাবে সারাদেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
শনিবার (১২ অক্টোবর ) বিকালে রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনকালে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, বৈষম্যবিহীন নতুন দেশ গড়ার প্রত্যয়ে আমরা যে ব্রত নিয়েছি, সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুন্দরভাবে পালন করছে তার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাদেশে পূজা মণ্ডপে নিরাপত্তা দিচ্ছি। আর একটা দিন বাকি আছে আমরা দৃঢ়ভাবে আশাবাদী এই পূজা সুন্দরভাবে সম্পন্ন হবে।