সকালে পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৯জন নিহত, আহত ২০

প্রতীকি ছবি

পিবিএ ডেস্ক: দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের মতো । এর মধ্যে রাজশাহী ও বাগেরহাটে তিনজন করে এবং লক্ষ্মীপুর, যশোর ও সাভারে একজন করে নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২ মে) সকাল ৭টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বাজারে শ্যালো ইঞ্চিন চালিত ট্রলির (নসিমন) ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তিনজনের বাড়িই বাঘা উপজেলার বিভিন্ন গ্রামে। নিহতরা হলেন- বাসের হেলপার আবু হানিফ (২৮), বাসের যাত্রী উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বান্ডাবটতলা গ্রামের মনসুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২) ও একই ইউনিয়নের হরিরামপুর দ্বারপাড়া গ্রামের পিয়ার উদ্দিনের স্ত্রী বাদল বেওয়া (৬৫)।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাঘা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি বাস রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে মীরগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ তিনজন নিহত ও ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

অন্যদিকে, বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মোংলা-খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় ও ভাগার মাঝামাঝি মালিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল জলিলের ছেলে সোহাগ শেখ (৩৫) এবং চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন গ্রামের সনজিৎ রায় (৪৭)। অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, ট্রাকটি খুলনা থেকে মোংলার দিকে আসছিল। অন্যদিকে, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে মোংলা থেকে কাটাখালীর দিকে যাচ্ছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়। নিহত দুখু মিয়া রামগঞ্জ উপজেলার পদ্মাবাজার গ্রামের বাসিন্দা।

এছাড়াও, লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় দুখু মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন সিএনজি অটোরিকশা চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- চালক নুর হোসেন ও ইব্রাহিম। এর মধ্যে আহত নুর হোসেনের আবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে লক্ষ্মীপুর বাস ট্রার্মিনাল এলাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক উত্তর তেমুহনী এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক দুখু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরও দুইজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এ ছাড়া যশোর এবং ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় আরো দুইজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বাজারে শ্যালো ইঞ্চিনচালিত ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাসের সহকারীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- বাসের সহকারী আবু হানিফ (২৮), বাসের যাত্রী উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বান্ডাবটতলা গ্রামের মনসুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২) ও একই ইউনিয়নের হরিরামপুর দ্বারপাড়া গ্রামের পিয়ার উদ্দিনের স্ত্রী বাদল বেওয়া (৬৫)।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি বাস বাঘা থেকে রাজশাহী যাচ্ছিল। মীরগঞ্জ বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের হেলপার ও দুই নারী যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও দলকল কর্মীরা গিয়ে আহত ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

অন্যদিকে বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ভাগাবাজারের কাছে মালিডাঙ্গা এলাকায় ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাহেন্দ্র আরোহী বলে পুলিশ জানায়।

নিহত তিনজনের মধ্যে সোহাগ শেখ (৩৫) নামে একজনের নাম জানতে পারলেও অপর দুই পুরুষের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত সোহাগ শেখ বাগেরহাট জেলার মংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামের জলিল শেখের ছেলে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মোংলাগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী যাত্রীবাহী একটি মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মাহেন্দ্র আরোহী তিনজন নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তবে ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।

বাগেরহাট ফায়ার ব্রিগেডের উপসহকারি পরিচালক সরদার মাসুদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার ব্রিগেড সদস্য ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...