সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী আর নেই

protik

পিবিএ ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মঙ্গলবার সন্ধ্যায় নিজের অফিসের নীচে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। অফিসের সামনের রাস্তাতেই পড়ে যান। সূত্রের খবর, তারপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

তার মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড এবং সঙ্গীতমহল। মাত্র সাত দিন আগেই অনিকেত চট্টোপাধ্যায়ের একটি ফিল্মের জন্য ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ গানটা রেকর্ড করেছেন তিনি। সেই গানের কাজ এখনও চলছে। তার মধ্যেই এই ঘটনা। অনিকেত চট্টোপাধ্যায় বলেছেন, ‘ভাবতে পারছি না। সাতদিন আগে গান রেকর্ড করলাম সেগুলোর কাজ এখনও চলছে। আর এর মধ্যেই এই খবর।’

প্রতীক চৌধুরী গাওয়া রবীন্দ্র সঙ্গীত এবং রিমেক গান শ্রোতারা পছন্দ করেছিলেন। ২০১৮ সালে নিজের জন্মদিনে তিনি ‘এই বাংলার নীরে’ নামে একটি অ্যালবাম রিলিজ করেছিলেন। ২০০৩ সালে পাতালঘর নামে একটি সিনেমা রিলিজ করেছিল। সেখানে প্রতীকের গানও মন ছুঁয়েছিল দর্শকদের। শুধু সিনেমার প্লেব্যাক বা অ্যালবামই নয়, বহু ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তার গান জনপ্রিয়তা অর্জন করেছিল।

পিবিএ/জিজি

আরও পড়ুন...