সচিবালয়ের সামনে পেঁয়াজ নিয়ে কাড়াকাড়ি (ভিডিওসহ)

https://youtu.be/Gv7tnZdPHPU

পিবিএ, ঢাকা: সচিবালয়ের সামনে টিসিবি’র পণ্যবাহী ট্রাকে পেঁয়াজ বিক্রির খবরে শতশত মানুষ ভিড় করে। অল্প কিছু পেঁয়াজ বিক্রির পর পেঁয়াজ শেষ হয়ে যাওয়ার কথা জানালে ক্রেতাদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। টিসিবির কর্মীরা পেঁয়াজ লুকিয়ে রাখার অভিযোগ করে ক্রেতারা। এ সময় ৪৫ টাকা কেজি পেঁয়াজ কিনতে ক্রেতাদের মাঝে হুড়োহুড়ি ও কাড়াকাড়ি দেখা যায়।

রোববার(১৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ের সামনে টিসিবি’র পণ্যবাহী ট্রাকে পেঁয়াজ নিয়ে এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান নামে এক ক্রেতা বলেন, ‘বস্তায় ভরে ভরে পেঁয়াজ লুকিয়ে রেখেছে, আমাদের বলে নাই। হেরা কয় গাড়ির মধ্যে পেঁয়াজ নাই।’

আরেকজন বলেন, ‘গাড়ির মধ্যে পলিথিনের নিচে পেঁয়াজ রেখে বলে পেঁয়াজ নেই।’

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য ব্যক্তিরা একই অভিযোগ টিসিবি‘র কর্মীরা ট্রাকের সিটের নিচে ও পলিথিনের নিচে লুকিয়ে রেখে পেঁয়াজ শেষ হওয়ার কথা জানায়।

এতে ক্রেতাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা ট্রাকের ওপরে উঠে পলিথিনের নিচে এবং ড্রাইভারের সিটের নিচ থেকে পেঁয়াজ উদ্ধার করে।

এ বিষয়ে ট্রাকের টিসিবির কর্মীদের প্রশ্ন করা হলে কোন উত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

পেঁয়াজের দাম অব্যাহত উর্ধ্বমুখী থাকায় নিন্ম ও মধ্যবিত্তের জন্য চরম নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে ২৫০-২৯০ টাকার বেশি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

পিবিএ/জিসাদ/ জেডআই

আরও পড়ুন...