সজনে পাতায় যেসব উপকার পাবেন

পিবিএ ডেস্ক: নিজেকে সুন্দর দেখাক কে না চায়। নিজে সুন্দর থাকতে কত কিছুই তো করে থাকি আমরা। তবে আদিকাল থেকেই রুপচর্চার জন্য সবচেয়ে ভালো হচ্ছে প্রাকৃতিক উপাদান। যে কোনো প্রাকৃতিক উপাদান ত্বকের কোনো ক্ষতি করে না।

সজনে ডাঁটার পুষ্টিগুণ সম্পর্কে কমবেশি সবার জানা থাকলেও এই পাতা যে রুপচর্চায় কাজে লাগে তা অনেকের জানা নেই। নারী-পুরুষ সবারই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে বয়সের ছাপ পড়ে। মুখে বয়সের ছাপ তাড়াতে খুব ভালো কাজ করে সজনে পাতা।

আসুন জেনে নেই ত্বকে যেভাবে সজনে পাতা ব্যবহার করবেন?

সজনে পাতার ব্যবহার

রোদে শুকানো সজনে পাতা ভালো করে গুঁড়া করে নিন, এরপর আধা টেবিল চামচ সজনে গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ মধু মেশান। ১ টেবিল চামচ গোলাপজল এবং আধা টেবিল চামচ লেবুর রস যোগ করুন। এবার মিশ্রণগুলো দিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

যেসব উপকার পাবেনঃ

১. ত্বক ভেতর থেকে পরিষ্কার করে বলিরেখা দূর করে।

২. ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে মসৃণ ও সুন্দর করে।

৩. ত্বকের কালচে ছোপ দূর করে।

৪. ব্রণ দূর করে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...

preload imagepreload image