সদরঘাটে ঈদের পরের দিনও ঘরমুখো মানুষের চাপ

পিবিএ,ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের আগেই রাজধানী ছেড়েছে কোটি মানুষ। তবে ঈদের পরদিনও যাত্রীর চাপ দেখা গেছে ঢাকার সদরঘাটে ও বিভিন্ন বাস টার্মিনালে; যারা ঈদ রাজধানীতে করেছে তারা এখন বাড়ি যাচ্ছেন স্বজনদের সঙ্গে দেখা করতে।

ঈদের আগে ভিড় বেশি থাকায় পরে যাচ্ছেন বলে জানিয়েছেন বৃহস্পতিবার (৬জুন) সকালে সদরঘাটে লঞ্চে ওঠা বেশ কয়েকজন যাত্রী। আরাফাত নামের এক যুবক বলেন, ঈদের আগে অনেক চাপ থাকে। তাই প্রতিবছর ঈদের পরদিন বৃদ্ধ মাকে নিয়ে চাঁদপুরে স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে যাই।

এমভি মিতালী লঞ্চের মাস্টার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিবিএকে বলেন, আজকেও যাত্রী পাওয়া গিয়েছে, আগামীকাল ভালো যাত্রী পাওয়া যাবে এবং তার পরদিন যাওয়ার যাত্রী কমে যাবে। ঈদের দিন বুধবার সদরঘাট থেকে ৯১টি লঞ্চ ছেড়ে যায়। বৃহস্পতিবার (৬জুন) সকাল ১০টা পর্যন্ত ছেড়েছিল ২৬টি লঞ্চ।

লঞ্চের মতো সড়কপথেও যাত্রীর চাপ রয়েছে :
ইউনিক পরিবহণের মহাব্যবস্থাপক আব্দুল হক পিবিএকে জানান, ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে যাত্রীর চাপ রয়েছে। তিনি বলেন, এই তিন রুটে বৃহস্পতিবার (৬জুন) সকাল ১০টা পর্যন্ত তাদের ২০টি বাস ছেড়ে যায়। অন্য সময় এই সময়ের মধ্যে সর্বোচ্চ ১৫টি বাস ছাড়ত। আগামী আরও দুই দিন রাজধানী থেকে এমন যাত্রী চাপ থাকবে।

 

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...