পিবিএ,ঢাকা: রাজধানীর সদরঘাট টার্মিনালে সোমবার সকালে এম ভি মিতালী (৭) লঞ্চের তৃতীয় তালার ৩০৯ নম্বর কেবিন থেকে নীলুফা (২৭) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানার পুলিশ।
সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম ভূইয়া জানান, রবিবার রাতে চাঁদপুর থেকে যাত্রীবাহী লঞ্চ এম ভি মিতালী- (৭) লঞ্চ যাত্রী নিয়ে সোমবার সকাল ৭ টায় ঢাকা সদরঘাট টার্মিনালে পৌঁছে। পরে লঞ্চের সব যাত্রীরা নেমে গেলে সাড়ে ৮ টায় লঞ্চে কেবিন পরিস্কার করতে গেলে ওই নারীর মৃতদেহ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেওয়া হয়। সকাল ৯ টায় নৌ পুলিশ ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ কেবিন থাকে নিলুফার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশের এই কর্মকর্তার ধারনা ওই নারীকে ধর্ষণ করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পিবিএ/বাখ