সদ্যবিবাহিত বধূর রহস্যজনক মৃত্যু

senbag-murder-PBA

পিবিএ,ঢাকা: সেনবাগের কাদরা ইউপির মগুয়া গ্রামে ঝুলন্ত অবস্থায় তাসলিম সুলতানা ইপু (১৯) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধুর স্বামী ওমান প্রবাসী নজরুল ইসলাম। সে কাদরা ইউপির মগুয়া গ্রামের নওয়াব আলীর পুত্র। রোববার সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটেছে। নববধূর লাশটি শাড়ি দিয়ে গলায় প্যাচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিলো।

খবর পেয়ে পুলিশ রাত ৮ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর শশুর নওয়াব আলী (৬০) কে পুলিশ আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে অবশ্য ছেড়ে দিয়েছে পুলিশ।

নিহত গৃহবধু মোহাম্মদপুর ইউপির উত্তর মোহাম্মদপুর নামাজী ব্যাপারী বাড়ীর ইব্রাহিম খলিল দুলালের কন্যা।

গৃহবধুর ভাই এমরান রাতে জানান, তার বোন ইপুর ৮ মাস আগে দু’পক্ষের সম্মতিতে ৫ লক্ষ টাকা দেনমোহরে পারিবারিকভাবে বিয়ে হয়েছিলো। বিয়ের দু’মাস পর স্বামী নজরুল ইসলাম ওমান চাকুরীতে যোগদান করে। ইপু বেড়ানো শেষে ১০-১২ দিন আগে পিতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়। রোববার সন্ধ্যায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। বিষয়টি রহস্যজনক বলে তিনি মনে করেন।

এমরান আরো জানান, তার সদ্যবিবাহিত বোন ইপুর সঙ্গে স্বামীর পরিবার পরিজনের টানাপোড়ন ছিলো। এ ঘটনায় গৃহবধুর পিতা ইব্রাহিম খলিল দুলাল বাদী হয়ে সেনবাগ থানায় অভিযোগ দাখিল করেছেন। তবে কি কারণে সদ্যবিবাহিত গৃহবধু ইপু আত্মহত্যার পথ বেছে নিয়েছে তার কারণ জানা যায়নি।

রাতে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে। গৃহবধুর মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...