সন্তানকে পুলিশে দিলেন মা

পিবিএ, কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়নপুর ইউনিয়ন এর মহিলা মেম্বারের ছেলে সিদ্দিক হোসেন গরুচোর চক্রের সদস্য হওয়ায় মঙ্গলবার হরিনারায়ননপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মন্ডলের উপস্থিতিতে মহিলা মেম্বার তার ছেলে কে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখের হাতে সোপর্দ করেন।

মহিলা মেম্বার বলেন আমি হরিনারায়নপুর ইউনিয়ন এর নির্বাচিত মহিলা মেম্বার এবং জেলা পরিষদের সদস্য। আমি কোন চোর সন্তানের মা হতে চাই না। এইজন্য আমি নিজে আমার ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলাম। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, একটি সুত্রে জানা যায়, কিছুদিন পূর্বে গভীর রাতে করিমপুর গ্রামের মতিয়ার রহমান ওরফে মতির গোয়াল থেকে ৩টি গরুচুরি হয়। এই ব্যাপারে মতিয়ার ইবি থানায় অভিযোগ দায়ের করেন। সুত্রটি আরো জানায়, এই গরু চুরি করে বেড় বাড়াদি গ্রামের রিপন নসিমনে করে সোনাইডাঙ্গা দিয়ে চলে যায়। পরবর্তীতে গরুর মালিক মতিয়ার রিপন কে জিজ্ঞাসাবাদ করলে রিপন জানায় বেড় বাড়াদী গ্রামের এক মহিলা মেম্বারের ছেলে সিদ্দীক ও রুবেল এই গরু তার গাড়িতে ভাড়া করে পাঠায়।

জানা যায়, মৃত্তিকা পাড়া গ্রামের আনোয়ারের ছেলে জাহিদ ও ছানোয়ারের ছেলে রাজিব ও মৃত ছের আলীর ছেলে সিদ্দীক মতিয়ারের গোয়াল থেকে এই ৩টি গরুচুরি করে আটককৃত বেড়বাড়াদী গ্রামের সদর আলীর ছেলে রুবেল এর কাছে দেয়। রুবেল ও সিদ্দীক বাড়াদী গ্রামের নসিমন চালক রিপনের মাধ্যমে অন্যত্র দিয়ে আসে।
সিদ্দিককে থানায় সোপর্দ করলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে জাহিদ ও রাজিব।

পিবিএ/কেএস/হক

আরও পড়ুন...