সন্তানের সফলতার পদক দেখা হলোনা পিতার

পিবিএ. কুষ্টিয়া: ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে অনুর্ধ্ব-১২ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০১৯ অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার ১০০ মিটার মুক্ত সাঁতারে হত দরিদ্র দিনমজুরের সন্তান এ্যাণী আক্তার প্রথম স্থান অর্জন করার অনন্য কৃতিত্ব দেখিয়েছে।

কৃতি ক্ষুদে জলকন্যা এ্যানী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউপির কুশাবাড়ীয়া গ্রামের হত দরিদ্র মৃত একরাম মালিথার মেয়ে ও আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আগামী ১২ জুন বিকায় ৩ টায় শিশু একাডেমীতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করবেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

সাঁতারে মেয়ের জয়ের সংবাদ শুনলেও রাষ্ট্রপতির হাত থেকে পদক গ্রহনের দৃশ্য দেখে যাবার আগেই এ্যনির দিনমজুর পিতা একরাম মালিথা ৭ জুন ফরিদপুরে দিনমজুরীর কাজে গিয়ে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

 

পিবিএ/কেএস

আরও পড়ুন...