পিবিএ ডেস্ক : ভারতীয় উপমহাদেশে সন্ত্রাসবাদ দমনে মোদী সরকারের পাশে থাকার আশ্বাস দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ-বিন-সালমান। একই সঙ্গে তিনি জানান, সন্ত্রাসবাদ দমনের বিষয়ে সকলকে সঙ্গে নিয়েই চলতে হবে। গতকাল মঙ্গলবার রাতে সৌদি যুবরাজ ভারতে এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালেই রাষ্ট্রপতি ভবনে যান সৌদি যুবরাজ। সেখানে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরপর দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক শুরু হয়। দুই দেশের মধ্যে একাধিক চুক্তিও স্বাক্ষরিত হয়। এরপর প্রধানমন্ত্রী ও সৌদি যুবরাজ যৌথ সাংবাদিক বৈঠক করেন। সেখানেই সৌদি যুবরাজ সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ আমাদের সকলের চিন্তার বিষয়। আমরা এই ইস্যুতে ভারতের পাশে থাকব। সব রকম সাহায্য করব। গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করব ভারতকে। সকলকে এক সঙ্গে নিয়ে এগিয়ে চলব পরবর্তী প্রজন্মের ভবিষ্যত্ সুরক্ষিত করার জন্য ‘
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ আমাদের সকলের চিন্তার বিষয়। আমরা এই ইস্যুতে ভারতের পাশে থাকব। সবরকম সাহায্য করব। গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করব ভারতকে। সকলকে এক সঙ্গে নিয়ে এগিয়ে চলব পরবর্তী প্রজন্মের ভবিষ্যত্ সুরক্ষিত করার জন্য।‘ একই সঙ্গে মোদী একাধিক বিষয়ে সৌদি আরবের সহযোগিতার প্রশংসাও করেছেন।
পিবিএ/জিজি