সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পাহাড়ে কঠোর কর্মসূচী

mamum-bhuiyan pba

পিবিএ,ঢাকা: বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাসহ ৭ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা না হলে যে কোন সময় হরতাল-অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে ঘোষণা করেছেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান-ইঞ্জি: আলকাছআল মামুন ভূইঁয়া। ২১ মার্চ বৃহস্পতিবার পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতিতে এ হুঁশিয়ারী দেন তিনি।

প্রেসবিজ্ঞপ্তিতিতে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের সাড়াষি অভিযান শুরু করার দাবী জানিয়ে মামুন ভূইঁয়া বলেন, পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে একের পর এক আওয়ামীলীগের নেতাকর্মী তথা পার্বত্য বাঙ্গালীরা প্রাণ হারাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে পাহাড়ের পরিস্থিতি আরো অবনতি ঘটার আশংকা রযেছে। তাই সরকারকে অবিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী সহ নিম্নদাবী পূরণের আহবান জানান।
১) বাঘাইছড়িতে নিহত সকল পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দান। ২) হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। ৩)পার্বত্য চট্টগ্রামে থেকে প্রত্যাহারকৃত সকল সেনাক্যাম্প পুনঃস্থাপন করা । ৪) পার্বত্য চট্টগ্রামে যৌথবাহিনীর মাধ্যমে অবৈধ অস্র উদ্ধার করা,
৫) গত ২৬ ই ফেব্রুয়ারি জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা এম পি বাসন্তি চাকমার দেয়া বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসীদেরকে উস্কে দিয়েছিল বলেই পাহাড়ের সন্ত্রাসীদের উৎসাহিত করার কারণে পাহাড়ের এ সব হত্যাকান্ড হচ্ছে, হেতু বাসন্তি চাকমাকে সংসদ সদস্য থেকে অপসারণ করতে হবে।
৬) এবং পার্বত্য নাগরিক পরিষদের ৮ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান। অন্যথায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে পার্বত্য বাসীসহ পার্বত্য চট্টগ্রাম অচল করে দেয়ার হুঁশিয়ারী করা হয়।

পিবিএ/হক

আরও পড়ুন...