রাজন্য রুহানি, জামালপুর: সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মাসীহুর বলেছেন, ‘কেউ কোনো সন্ত্রাসী কার্যক্রম করলে তাকে আইনের আওতায় নেওয়া হবে। হাজারো ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে যে বিজয় অর্জন হয়েছে তা নস্যাৎ করা যাবেনা। অন্যের সম্পদ ধ্বংস করা যাবেনা। আমরা কাজ শুরু করে দিয়েছি। পুলিশও কাজ করবে। জনগণের জানমাল রক্ষায় আমরা বদ্ধপরিকর। পুলিশ বাহিনীকে আপনাদের সহায়তা করতে হবে। মনে রাখতে হবে আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা আপনাদেরই লোক।’
বুধবার (৭ জুলাই) দুপুরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে পৌরসভার সাবেক আলতা সিনামা হল সংলগ্ন এলিন মার্কেটের খোলা মাঠে বিভিন্ন পেশাজীবী মানুষ ও সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রথমে মনে করতে হবে আমরা সবাই মানুষ। মানুষ হয়ে মানুষকে আঘাত করা যাবেনা। এই যে অত্যন্ত সম্প্রীতির সঙ্গে বাংলাদেশের মানুষ বসবাস করে আসছে, এই সম্প্রীতি বজায় রাখতে হবে। সকল দলের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। কেউ যেনো কোনোভাবেই সহিংসতায় জড়াতে না পারে। কেউ কোনো ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কাজ করলে তাকে আইনের আওতায় নেওয়া হবে।’
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সুপ্রভা বিনতে রফিক, সাফওয়ান হাসান তামিম, ওয়াকিব মন্ডল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।