পিবিএ, রাজবাড়ী: রাজবাড়ী থেকে উজ্জ্বল চক্র বর্ত্তী,রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় সোমবার রাত আটটার দিকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত ও ব্যাবসায়ী আলাউদ্দিন মোল্লাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী কিনিকে ভর্তি করে।সেখানে জেলা ও পৌর আওয়ামীলীগের নেতারা তাদের দেখতে যান।
আহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত জানান, সোমবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল শেষে রাজবাড়ী ফিরছিলেন তারা। এ সময় তারা জমিদার ব্রীজ এলাকায় আসলে সাত থেকে আটটি মোটর সাইকেলে হেলমেট পড়া ১০/১২ জন যুবক তাদের উপর হামলা করে। হাতুরি ও দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে তাদের প্রাইভেট কারটি ভাঙচুর করে।
এরপর গাড়ি থেকে তাদের নামিয়ে পিটিয়ে জখম করে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গোয়ালন্দ শহরে বিক্ষোভ করে। এসময় তারা দূর্বৃত্তদের শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। প্রায় আধাঘন্টা ব্যাস্ততম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় শত শত বিভিন্ন গাড়ি সড়কে আটকা পড়ে।
পরে প্রশাসনের হস্তক্ষেপে রাত পৌনে ১০টার দিকে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন। গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তবে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
পিবিএ/ইউ/বিএইচ