সন্ত্রাসের পথ ইসলামের পথ নয়: মনিরুল ইসলাম

পিবিএ,ঢাকা: ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম বলেছেন, সন্ত্রাসের পথ ইসলামের পথ নয়। ধর্মের সাথে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই।

আজ সোমবার (২৭ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই শতাধীক ইমাম ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেমদের নিয়ে সিটিটিসি’র আয়োজনে ’সহিংস উগ্রবাদ প্রতিরোধে ইসলামের শিক্ষা’ বিষয়ক এক কর্মশালায় তিনি মনিরুল ইসলাম উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক শামীম মোহাম্মদ আফজাল।

এ সময় কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে মনিরুল ইসলাম বলেন- প্রকৃত পক্ষে যার মধ্যে ইসলামের প্রকৃত শিক্ষা আছে তার দ্বারা সন্ত্রাসবাদ বা উগ্রবাদকে সমর্থন করা সম্ভব নয়। ইসলাম শুধু জানার বিষয় নয়, এটি হৃদয়ে ধারণ করে প্রকৃত অর্থ বুঝে আমল করারও বিষয়। তিনি সন্ত্রাস, উগ্রবাদ প্রতিরোধে ইমাম ও আলেমদের ভূমিকা পালনের জন্য আহবান জানান।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আবুল কালাম আজাদ।

জাতীয় মসজিদের পেশ ইমাম মিজানুর রহমান আলোচনায় বলেন, কোরআন এবং সুন্নাহর আলোকে প্রকৃত দ্বীনি শিক্ষার মাধ্যমে সহিংস উগ্রবাদ প্রতিরোধের কোন বিকল্প নেই। তিনি জুম্মার খুতবা সহ অন্যান্য সময় উগ্রবাদ বিরোধী বক্তব্য প্রদানের জন্য ইমাম, আলেমদেও আহবান জানান।

অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, সহিংস উগ্রবাদ বা সন্ত্রাসবাদ রুখতে হলে আমাদেরকে সন্ত্রাসবাদ এবং জিহাদের মধ্যে পার্থক্য নির্ধারণ করে দিতে হবে।

সবশেষে উন্মুক্ত আলোচনার মাধ্যমে উক্ত কর্মশালার সমাপ্তি হয়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...