সন্ত্রাস দমনে ব্যর্থ সরকার: সেলিমা রহমান

পিবিএ,ঢাকা: বরগুনার রিফাত হত্যা, সোনাগাজীর নুসরাত হত্যাসহ একের পর এক ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনাই প্রমাণ করে সন্ত্রাস দমনে সরকার ব্যর্থ। আজ সোমবার( ১ জুলাই) সকালে গুলশান-২ নম্বর সেকশনে ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ি হলি আর্টিসান বেকারিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান । তিন বছর আগে এখানেই ঘটেছিল বাংলাদেশের ভয়াবহতম জঙ্গি হামলার ঘটনাটি। হলি আর্টিসান হামলার পর বর্তমান সরকার অনেক কার্যক্রম চালিয়েছে, সেসব কার্যক্রম সম্পর্কে মূল্যায়ন কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার হামলার পর কিছুটা হলেও সফল হয়েছে কিন্তু সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়েছে। সেলিমা রহমানের সাথে এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...