সন্ধীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ২২টি নতুন বেঞ্চ, শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা


পিবিএ,হাটহাজারী: হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর এলাকার সন্ধীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ শিক্ষার্থীর শ্রেণিকক্ষে জরাজীর্ণ ভাঙাচোরা বেঞ্চ সরিয়ে নিয়ে নতুন ২২ টি বেঞ্চ সারপ্রাইজ উপহার দিল হাটহাজারী উপজেলা প্রশাসন।

রবিবার (২৫আগস্ট) বেলা ১১ টার দিকে সন্ধীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।স্কুলে গিয়ে দেখেন ক্লাসে বেঞ্চ সংকট, বেঞ্চ যাও আছে তা ভাঙাচোরা,কোনো কোনো শ্রেণি কক্ষে বেঞ্চও নাই, বেঞ্চ না থাকায় গাদাগাদি করে এক বেঞ্চেই বসেছে অনেক শিক্ষার্থী। সাথে সাথে ওই বিদ্যালয়কে সারপ্রাইজ উপহার হিসেবে দিলেন এক ট্রাক নতুন বেঞ্চ।

ইউএনও রুহুল আমিন বলেন, গত ৩ মাস ধরে পৌরসভার পশ্চিম দেওয়ান নগরের সন্ধীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়কে একটি পরিপাটি এবং আধুনিক বিদ্যালয় হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ২২ টি বেঞ্চ সারপ্রাইজ উপহার দিলাম।

তিনি পিবিএ’কে বলেন, সরেজমিনে গিয়ে দেখি বিদ্যালয়ে বেঞ্চ সংকট, বেঞ্চ যাও আছে তা ভাঙাচোরা,কোনো কোনো শ্রেণি কক্ষে বেঞ্চও নাই, বেঞ্চ না থাকায় গাদাগাদি করে এক বেঞ্চেই বসেছে অনেক শিক্ষার্থী। বিদ্যালয়ের পুরাতন বেঞ্চ সরিয়ে নতুন বেঞ্চ দেওয়া হয়। সারপ্রাইজ উপহার হিসেবে নতুন বেঞ্চগুলো যখন বাচ্চাদের দেয়া হয় তখন বাচ্চারা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। এছাড়াও স্কুলে নতুন ভর্তিকৃত দুই শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়।

উল্লেখ্য হাটহাজারী পৌরসভার সন্ধীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ৮৬। প্রধান শিক্ষকসহ মোট ৪ জন শিক্ষক দায়িত্ব পালন করছে।

পিবিএ/খোরশেদ আলম শিমুল/এমএসএম

আরও পড়ুন...