সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান-শ্রীলঙ্কা

পিবিএ ডেস্ক: পাকিস্তানের মাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান-শ্রীলঙ্কার। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে লাহোরে শুরু হবে এই ম্যাচ।

প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-০ তে এগিয়ে এখন লঙ্কানরা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে শ্রীলঙ্কা। অন্যদিকে আজ সমতায় ফিরতে চায় পাকিস্তান। স্বাগতিকরা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সমতায় ফিরলে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে অলিখিত ফাইনাল।

উল্লেখ্য যে, প্রথম টি-টোয়েন্টিতে টস পাকিস্তানকে ১৬৬ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ১০১ রানে গুটিয়ে যায় স্বাগতিক পাকিস্তান।

পিবিএ/ইকে

আরও পড়ুন...