পিবিএ,ঢাকা: কাতার বিশ্বকাপ বাছাই এবং এএফসি কাপ ২০২৩ এর যৌথ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচকে সামনে রেখে ভূটানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭ঃ০০ টায় মাঠে নামবে বাংলাদেশ।
গত ২৯ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। বৃষ্টির জন্য সেদিন মাঠ ছিল কাদাজলে একাকার এই নিয়ে ম্যাভ শেষে তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভূটান দলের কোচ এবং অধিনায়ক। আজকের আবহাওয়া অনুযায়ী খেলার উপযুক্ত মাঠেই গড়াবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। শক্তিমত্তার বিচার করলে সঠিক ফলাফল আসবে আজই।
পিবিএ/ইকে