সবাইকে নিয়ে একটি সুন্দর ঢাকা গড়ব: মেয়র আতিকুল

জিসাদ ইকবাল, পিবিএ,ঢাকা: সবাইকে নিয়ে মিলে একটি সুন্দর ঢাকা গড়ার আশা প্রকাশ করেছেন ডিএনসিসি উপ-নির্বাচনে সদ্য নির্বাচিত মেয়র মোঃ আতিকুল ইসলাম। নগরে সেবক হিসেবে থাকতে চাই। যেদিন থেকে জনগণের সেবক হিসেবে কাজ করব, সেদিন থেকেই জনগণ ম্যান্ডেট দিবে এক বছর থাকব না পরবর্তী পাঁচ বছর কনটিনিউ করব বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (০২ মার্চ) দুপুর ১২টায় উত্তরায় ৪ সেক্টরে বাংলাদেশ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তার কর্ম পরিকল্পনা তুলে ধরেন। এসময় লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

নির্বাচনে ভোটার উপস্থিতি কম নিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, কোন দল আসুক বা নাআসুক ভোটের পার্সেনটিস যাই হোক-না কেন সেটা আমার দেখার বিষয় না। এখন সবাইকে নিয়ে মিলে একটি সুন্দর ঢাকা গড়ব এটিই আমার দেখার বিষয়। যেদিন থেকে দায়িত্ব নিবো সেদিন থেকে নগরের জন্য কাজ করব যেভাবে কাজ করেছি আমার ব্যবসা-প্রতিষ্ঠানের জন্য বিজিএমইএ’র জন্য রানা প্লাজার জন্য।

মশার সমস্যা তিনি বলেন, আমরা সবাই মশার জন্য বিরক্ত। গতকালই সিটি করপোরেশনকে বলেছি যতদ্রুত সম্ভর ক্রাস প্রোগ্রাম করতে। ক্রাস প্রোগ্রাম অবশ্যই সমন্বয়ের মাধ্যমে করতে হবে। উত্তরা, এয়ারপোর্ট, বসুন্ধরা সিটি, সেননিবাস, ডিএসসিসি সবার সাথে সমন্বয় করে ক্রাস প্রোগ্রাম পরিচালনা করা হবে। ‘আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে শুধু নামেই নয় কিভাবে দ্রুততার সাথে ক্রাস প্রোগ্রাম করা যায় সেই ব্যবস্থা নেব।’

রাস্তায় জন ভোগান্তি নিয়ে আতিকুল বলেন, বিভিন্ন সময় দেখছি রাস্তা বাসা-বাড়ির কাজের মাধ্যমে বায়ু ধূষণ সৃষ্টি হতে। সমস্যা থাকবেই, তাই প্রত্যেকেই নিয়ম মেনে কমপ্লাইন্স মেনে কাজ করতে হবে। আমি দায়িত্ব নিয়ে মেট্টো রেল ও সংশ্লিষ্ট সবাইকে ডেকে কমপ্লাইন্স মানার কথা বলব। কমপ্লাইন্স মানলে দুর্ভোগ অনেক কমে যাবে।

১৮ টি নতুন ওয়ার্ডের জন্য প্ল্যান করে কাজ করতে হবে। সরু রাস্তা ফুটপাত প্রশস্ত করতে ব্যবস্থা নেয়া হবে। টেকসই সুন্দর রাস্তা করতে হলে আমি মনে করি সমন্বিত ভাবে কাজ করতে হবে সবাইকে।

তিনি বলেন, প্লাস্টিকের বোতল, ময়লা যথা স্থানে ফেলার ব্যবস্থা করা হবে, ঢাকাকে জলবদ্ধতা থেকে রক্ষা করতে যেখানে সেখানে প্লাস্টিকের বোতল ফেলা বন্ধ করতে হবে।

লিখিত বক্তব্যে আতিকুল ইসলাম তার পরিকল্পনা বলেন স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হিসেবে ঢাকা উত্তরের উন্নয়নকে তিন ভাগে ভাগ করেছি।

তিনি বলেন, আগামী এক বছরে যা করতে চাই তা হলো—ঢাকা উত্তরকে আলোকিত নগরে পরিণত করা, পরিবেশ দূষণ রোধ করা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা। কর ও লেনদেন ডিজিটালাইজড ও অটোমেটেড করা; বৃক্ষ রোপন, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ; প্রতি মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...