সবার কাছে দোয়া চেয়েছেন বাপ্পী

পিবিএ: গাজীপুর জাতীয় উদ্যানে ‘ডেঞ্জার জোন’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন নায়ক বাপ্পী চৌধুরী। তিনি এখন সম্পূর্ণ বিশ্রামে আছেন। সুস্থতার জন্য বাপ্পী সবার কাছে দোয়া চেয়েছেন।

‘ডেঞ্জার জোন’ ছবির একটি রিস্কি শট দিতে গিয়ে গত বুধবার আহত হন বাপ্পী চৌধুরী।এরপর থেকে শুটিং বন্ধ রেখেছেন ছবির পরিচালক বেলাল সানি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন বাপ্পী। সুস্থ হলেই ছবির শুটিং করবেন।

বাপ্পী শুক্রবার সাংবাদিকদের জানান, আমি মাংশ পেশিতে, ঘাড়ে ও কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছি। ডাক্তার বলেছেন কিছুদিন বাসায় বিশ্রাম নিতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন। আবারও যেন কাজে ফিরতে পারি।

বেলাল সানি বলেন, অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। ঝুকিপূর্ণ একটি শট নিতে গিয়ে আহত হয়েছে বাপ্পি। বাপ্পির কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। এমন সময় জাদুর বাতাসের ধাক্কায় উড়ে যাবেন নায়ক। ভুল ক্রমে কোমরে বাঁধা সুতার টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায় বাপ্পির। এ সময় জ্ঞানও হারায় বাপ্পি।

সাকসেস মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটিতে বাপ্পী-জলি ছাড়াও অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

পিবিএ/ইকে

আরও পড়ুন...