রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো, মো. সাঈদ (৩৬), মো. হৃদয় সরকার (২৭) ও মো. আনোয়ার হোসেন (২৪)।
বুধবার (২২ জানুয়ারি) সকালে সবুজবাগ থানার বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি- লালবাগ বিভাগের একটি চৌকস দল।
বুধবার (২২ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
ডিবি-লালবাগ সূত্র জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সবুজবাগ থানার বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশে অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস দল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় সাঈদ, হৃদয় ও আনোয়ারকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় আকাশ, রফিক, সাকিব ও শান্ত নামের চারজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজন ও পলাতক চারজনের বিরুদ্ধে সবুজবাগ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল ও তাজা গুলি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখে আসছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন ডিবি-লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির সোয়েব।