পিবিএ/ঢামেক: রাজধানীর সবুজবাগে আট বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এই ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়াশুনা করে শিশুটি।
হাসপাতালে শিশুটির মা অভিযোগ করে বলেন, আজ শুক্রবার হওয়ায় শিশুটি বাসায়ই ছিল। সকাল সাড়ে ৯ টার দিকে সে পাশের বাসায় অন্য বাচ্চাদের সাথে খেলতেছিল । এর কিছুক্ষণ পর সে বাসায় ফিরে আসে। এসময় তার জামাকাপড়ে অনেক রক্তমাখা দেখা যায়। কী হয়েছে তার কাছে জানতে চাইলে সে কিছুই বলছিলোনা ভয়ে।
তিনি আরো জানান, অনেকক্ষণ পরে শিশুটি তাকে জানায় যে, প্রতিবেশী রব নামের ৫০ বছরের এক ব্যাক্তি জোরপূর্বক তার বাসায় নিয়ে ধর্ষন করে। তখন আলম নামে আরেকজন বাসার সামনে দাড়িয়ে পাহারা দেয়। পরে শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকেলে ঢাকা মেডিকেলেরর ওসিসি’তে ভর্তি করা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
খবর পেয়ে হাসপাতালে আসা সবুজবাগ থানার উপ- পরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম জানান, ধর্ষণের শিকার শিশুটি ওসিসি’তে ভর্তি আছে। তারা এখনও থানায় গিয়ে অভিযোগ করেনি। তবে স্বজনরা অবশ্যই মামলা করবেন বলে জানিয়েছেন। তবে অভিযুক্ত ধর্ষক ও তার সহযোগী পলাতক রয়েছে। তাদেরকে আটক করার জন্য অভিযান চলছে।
পিবিএ/এইচএ/এমএসএম