পিবিএ ডেস্ক: মাইক্রোআভেন বলতেই আমরা বুঝি যখন খুশি যে কোনও খারাপ গরম করে খাওয়া যাবে। তা সত্যিই করা যায়। সময়ও বাঁচে। বিশেষত যাঁরা কর্মরত তাঁদের খুবই সুবিধে হয়। কিন্তু জানেন কি সব খাবার মাইক্রোআভেনে গরম করা যায় না। এতে যেমন খাদ্যগুণ নষ্ট হয় তেমনই খাবারও খারাপ হয়। দেখে নিন কী কী খাবরে নিষেধাজ্ঞা রয়েছে মাইক্রোআভেনে।
সব খাবার কিন্তু মাইক্রোআভেনে গরম করা যায় না
ডিম– ডিম মেশানো নয়, কিন্তু ভেতরে ডিম দেওয়া কোনও খাবার থাকলে তা কিন্তু মাইক্রোআভেনে গরম করবেন না। কারণ মাইক্রোআভেনে ডিম দিলে তা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে আভেন নোংরা হয়। আর পরিষ্কার করার হ্য়াপা তো জানেনই।
পাফ পেস্ট্রি- পাফ, পেস্ট্রি বা বাটার দেওয়া কোনও কিছু মাইক্রোআভেনে গরম করবেন না। এতে খাবারের স্বাদ চলে যায়।
পিৎজা- পিৎজা আমরা গরম করে খাই বটে কিন্তু পিৎজা তৈরি হওয়ার পর আবার গরম করলে পিৎজা ব্রেড শক্ত হয়ে যায়। তাই গরম করে নয়, দরকার পড়লে ঠান্ডা পিৎজাই খান।
বার্গার- দরকার হলে টোস্টারে গরম করুন। কিন্তু মাইক্রোআভেন নয়। কারণ পাউরুটি তৈরির সময়তা পোড়ানো হয়। ফের গরম না করাই ভালো।