১১ দফা দাবিতে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা সাকিব-তামিমদের

পিবিএ,ঢাকা: বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে একজোট হয়েছেন সাকিব-তামিম-মুশফিকসহ প্রায় সবাই। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বিদেশি খেলোয়াড়দের সঙ্গে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের সামঞ্জস্য বিধান, দেশি কোচদের প্রোমোট করা, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) খেলোয়াড়দের বেতন বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা বাড়ানো, বিভাগীয় ক্রিকেটের উন্নতিতে কোচ নিয়োগসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডাকলো সাকিবরা।

আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পেও অংশ নেবেন না ক্রিকেটাররা। সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘোষণা দেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ আরও অনেক ক্রিকেটার।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বা জাতীয় কোনো ধরনের খেলায় অংশ নেবে না ক্রিকেটাররা। যুব বিশ্বকাপের প্রস্তুতিতে থাকায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের এ ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান সাকিব আল হাসানরা।

পিবিএ/ইকে

আরও পড়ুন...