সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর: স্বাস্থ্যমন্ত্রী

পিবিএ,মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল। অনেক সংগ্রাম-অর্জনের মধ্য দিয়ে আজ ৭০ বছরে পৌছেছে এই দল।


স্বাধীনতা বিরোধীরা এই দেশে জঙ্গীবাদ শুরু করেছিল কিন্তু সেই জঙ্গীবাদকে শেখ হাসিনা শক্ত হাতে দমন করতে সক্ষম হয়েছে। দেশে আজ শান্তিপুর্ন পরিবেশ বজায় আছে। হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমানের জন্ম না হলে এ বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা তারই কন্যা দেশরত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে।
রবিবার দুপুরে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের পাদদেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। দেশে অবকাঠামোগত ভাবে দেশ অনেক উন্নত হয়েছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনেই দেশে স্বাস্থ্য, শিক্ষায় অভুতপূর্ব উন্নতি হয়েছে। ইতিমধ্যে দেশ খাদ্যে স্বয়ং সম্পুন হয়েছে। তিনি বলেন, দেশে এখনো অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর।
এর আগে দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের পাদদেশে সমাবেশ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারন সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল, যুগ্ম সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, আমিনুল ইসলাম মট্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফছার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম হোসেন খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...