সমগ্র ব্যবস্থার মন্দার উপস্থিতি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে

পিবিএ,রাজশাহী: চক্ষু কর্ণর আওতার বাইরে এমন একটি জগত আছে যাকে অস্বীকার করার মত যতেষ্ট জোরালো যুক্তি সবসময় পাওয়া যায় না। দূর্ঘটনা ঘটার পর এমন কতগুলো ঘটনা আমরা জানতে পারি যা আমাদের প্রকৃতির পরিচয় নিয়মের মধ্যে পড়ে না। যেন মূর্তিমস্ত প্রেত। তবে এ থেকে মনে করার কারণ নেই যে, সকলে দূর্নীতি গ্রস্ত। নীতি কাঠামো ও ব্যবস্থাপনার মধ্যে দূর্নীতির বিজ এমন ভাবে রোপিত যে, তা এক সময় ভাল ব্যক্তিকেও কুলশিত করে। সমগ্র ব্যবস্থার মন্দার উপস্থিতি এত বেশি যে, ভালোর অনুকুলে কর্মক্ষমতাহীন হয়ে পড়ে।

রাজশাহী চারঘাট উপজেলার সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ১-১-১৯২৭ সালে স্থাপিত এবং ১লা জানুয়ারী ১৯৮১ সালে জাতিয়করণ করা হয়। বিদ্যালয়ের শুরুর দিকে অবকাঠামো অত্যাধুনিক না থাকলেও শিক্ষক ও শিক্ষার মান অনেক ভাল ছিল। যার প্রশংসা রাজশাহী জেলাসহ দেশের অন্যান্য জেলাও এই স্কুলের সুনাম এবং ঐতিহ্য অক্ষুন্ন ছিল। বর্তমান তার বিপরিতে চলছে এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা।

প্রকৃতির সবুজের সমারোহে ৬ একর জমিতে অত্যাধুনিক অবকাঠমোর ভবন থাকলেও শিক্ষা ব্যবস্থা নিয়ে বিপাকে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৫ বছর যাবত গণিত, বানিজ্য, ভূগোল, ইসলামিয়াত, কৃষিশিক্ষা, শারীরিক শিক্ষা এবং চারুকলা বিষয় ভিত্তিক শিক্ষক পদ শূণ্য আছে। যার দরুন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে।

অপরদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরধীন অফিস শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সৃষ্ট কর্মরত ২৪টি পদ শূণ্য থাকায় বিদ্যালয়ের সার্বিক কাজ করা অনেক কষ্টের বলে জানান, প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) রহিমা আখতার জাহান।

আজ সোমবার সকালে প্রধান শিক্ষিকা পিবিএ’কে জানান, জঙ্গীবাদ, নাশকতা, চোরাচালান ও মাদক নির্মূলে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সচেতনতা করা হচ্ছে। জনবলের জন্য অক্ষম হয়ে পড়ছে এই বিদ্যালয়ের মান বজায় রাখতে। শিক্ষার্থীদের বিভিন্ন নেশার প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। যার প্রতিকারে প্রয়োজন জনবল এবং সঠিক পাঠদানের জন্য প্রয়োজন বিষয় ভিত্তিক শিক্ষক অন্যথায় চারঘাট উপজেলা সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্বের মান বজায় রাখা সম্ভব নয়।

সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষকে অবগত করা হলেও আজ পর্যন্ত কোন আশার আলোর প্রদীপ জলে উঠেনি। তদুপরি বিদ্যালয়ের উন্নয়নে বাধা গ্রস্ত দিচ্ছে স্থানীয় পর্যায়ের বিভিন্ন ভীতিকর হুমকি। সর্বপরি প্রধান শিক্ষিকা জেলা শিক্ষা কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেত্রীবৃন্দ এবং থানা কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করছেন।

পিবিএ/ ওবায়দুল ইসলাম রবি/এমএসএম

আরও পড়ুন...