সমস্ত মুসলিমদের প্রতি আফ্রিদির আহবান

পিবিএ স্পোর্টস: কাশ্মীর ইস্যুতে আবারও মাঠে নামলেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি। কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর থেকে পাকিস্তানের একের পর এক ক্রিকেটার কাশ্মীরের জনগণের পক্ষে কথা বলছেন । প্রত্যেকেই একাধিক মঞ্চ থেকে ভারতকে কাশ্মীরের জনগণনের উপর নির্যতন বন্ধের আহবান জানাচ্ছেন । এবার শহীদ আফ্রিদি কাশ্মীর ইস্যুতে সমস্ত মুসলিমদের এক হতে বলেছেন।

তিনিও খোলা মঞ্চ থেকে পাকিস্তানিদের একত্রিত হওয়ার ডাক দিয়েছেন। আফ্রিদি বলেন, এটা শুধু কাশ্মীরের সমস্যা নয়। কাশ্মীরে মানবিকতা সংকটে। তাই তিনি সমস্ত মুসলিমদের ‘একজোট হওয়ার ডাক দিলেন।আফ্রিদি প্রশ্ন তুলেছে, কেন বারবার মুসলিম সম্প্রদারের উপরই এমন অন্যায়-অবিচার করা হচ্ছে! তিনি বলেছেন, সারা বিশ্বে যেখানেই মানুষের উপর অন্যায়-অবিচার হবে পাকিস্তানিরা সোচ্চার হবে, প্রতিবাদ করবে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...