সমাজ উন্নয়নে কাজ করছে এফএফএল বিডি ফাউন্ডেশন

পিবিএ,বরিশাল: অনেক সৎ উদ্দেশ্য, লক্ষ্য ও ইচ্ছা নিয়ে ২০১৬ সালের ২ জুলাই একদল উদ্যমী মানুষের হাত ধরে পথচলা শুরু হয় ভিন্নধর্মী এক সংগঠন, যাদের ভাবনা-চিন্তা শুধুই সমাজের অবহেলিত মানুষের উন্নয়ন নিয়ে। শুরু থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজ করে আসছে সংগঠনটি। সংগঠনটি প্রথমে ভার্চুয়ালে ‘ফ্রেন্ডস ফর লাইফ’ নামে যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠার পর থেকেই রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বন্যা ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে জামা-কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ, দৃষ্টি প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ, দৃষ্টিপ্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, অসহায় রোগীদের পাশে দাঁড়ানো ইত্যাদি কার্যক্রম করে যাচ্ছে সংগঠনটি। মাত্র দুই বছরেই ব্যাপক কাজ করে প্রশংসিত হয়েছে সংগঠনটি।

২০১৭ সালে লিভার ও কিডনি রোগে আক্রান্ত ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা গ্রামের মোবাশ্বের হাওলাদারের অসুস্থ স্ত্রী হেনারার চিকিৎসার জন্য আর্থিক সহোযোগিতা করে সংগঠনটি। একই বছরে প্রায় ৬ হাজার বন্যা কবলিত মানুষের মাঝে বস্র ও শুকনা খাবার বিতরণ করে তারা। এছাড়া প্রতি বছরই তারা শীতার্তদের মাঝে বস্র বিতরণ করে থাকে। প্রথম দিকে তাদের সংগঠন পরিচালনা করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তবে তাদের অদম্য ইচ্ছাশক্তি তাদের হার মানাতে পারেনি।


অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েও তারা ধীরে ধীরে তাদের কাজ চালিয়ে গেছে এবং তারা তাদের উদ্দেশ্য অনুযায়ী সফল হয়েছে। ভবিষ্যতে সমাজের জন্য আরও ভালো ভালো কাজের পরিকল্পনা হাতে নিয়েছে ।বরিশালে দৃষ্টি প্রতিবন্ধীদদের কোরআন শিক্ষা,ঘাট শ্রমিকদের নৈতিক শিক্ষা,স্কুল ও কলেজে শিক্ষার্থীদের নেতিবাচক আচরন পরিশুদ্ধকরন কর্মসুচী বাস্তবায়ন করে এসেছে। ইতিমধ্য সরকারি অনুমোদিত সংগঠনগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে ‘এফ এফ এল বিডি ফাউন্ডেশন ’।

এ ছাড়া সংগঠনটির একটি ফেসবুক গ্রুপ আছে। ফেসবুকে বিভিন্ন ইভেন্ট খুলে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।২০১৮ সালে জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস থেকে সোসাইটি এ্যাক্টে রেজিষ্ট্রেশন লাভ করেছে এফ এফ এল বিডি ফাউন্ডেশন নামে।

ফাউন্ডেশনের সদস্য শাহরিয়ার মাহফুজ শ্রাবন বলেন,কাজ ক্ষুদ্র হোক কিন্তু তা যদি মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয় তবে হৃদয়ে কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হয়। আসুন, ক্ষুদ্র ক্ষুদ্র ভাল কাজে বদলে দেই নিজেকে। এফ এফ এর বিডি ফাউন্ডেশন অরাজনৈতিক ও অলাভজনক সমাজকল্যাণ ও মানবকল্যানে কাজ করছে। ইতিমধ্য প্রশংসা কুড়িয়েছে শিক্ষাসহ বিভিন্ন মানুষের।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর শাহ সাজেদা বলেন সৎ ইচ্ছে আর অসহায় মানুষের প্রেরনার ফসল এফ এফ এল বিডি ফাউন্ডেশন। তিনি বলেন সংঘ শক্তি জাগরন সৃষ্টি করতে পারে। প্রফেসর শাহ সাজেদা বলেন আমরা চেষ্টা করে যাচ্ছি ইভটিজিং ও মাদক বিরোধী কর্মকান্ড বন্ধের জন্য। ইতিমধ্য সচেতনতা সৃষ্টির জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে। ফাউন্ডিশনের কর্মকান্ড এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি ।

সমাজের উন্নয়নে সব সময় ‘ফ্রেন্ডস ফর লাইফ বিডি ফাউন্ডেশন’ কাজ করে যাবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মামুনুর রশীদ নোমানী। তিনি বলেন, ‘সবাই যদি সম্মলিত হয়ে একটি কাজ করে সেটা সফল হয়। আমরা বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকি। মানুষ হিসেবে অন্যের বিপদে পাশে থাকা উচিত। আমরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য পথে প্রান্তরে ঘুরে ঘুরে কাজ করি। মানুষের সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই, আমাদের কাজগুলো দেখে সমাজের অন্যান্য মানুষও উৎসাহিত হোক। যারা যার জায়গা থেকে সবাই সবার সাহায্যের জন্য এগিয়ে আসুক। তাহলে আর কোন সমস্যা থাকবে না।তিনি বলেন দৃষ্টি প্রতিবন্ধীদের কাগজের ঠোঙ্গা বানানো প্রশিক্ষন দিয়ে তাদের স্বাভলম্ভী করার চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জিবনযাত্রা উন্নত করনের জন্য কাজ করে যাচ্ছে ফ্রেন্ডস ফর লাইফ বিডি ফাউন্ডেশন।

 

 

 

 

 

 

 

 

 

 

এ ব্যাপারে বরিশাল সমাজসেবা অধিদফতরের সিনিয়র কর্মকর্তা ও জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ বলেন, এফ এফ এল বিডি ফাইন্ডেশনের কর্মকান্ড আমাকে মুগ্ধ করেছে। তাদের প্রতিটি কর্ম প্রশংসার দাবী রাখে। বিশেষ করে বৃক্ষ রোপন, দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ব্যাপক কর্মকান্ড,ব্রেইল পদ্ধতিতে কোরান শিক্ষা,সহযোগীতা অন্যতম। বরিশাল সরকারি মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মেজর ড.সিরাজুল ইসলাম বলেন,মডেল কলেজে শিক্ষার্থীদের নেতিবাচক আচরন বিষয়ক সচেতনতা মুলক সভা,বৃক্ষ রোপন ও পরিস্কার পরিচ্ছন্নতা, ভ্রমন ,গুনিজনদের সম্মাননা প্রদান করে এফ এফ এল বিডি ফাউন্ডেশন সাধারন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি ফাউন্ডেশনের সফলতা কামনা করে বলেন বিগত দিনের ন্যয় সকল ভালো কাজ অব্যাহত রাখবে এফ এফ এল বিডি ফাউন্ডেশন।

পিবিএ/জেআই

আরও পড়ুন...