সমালোচনা নয়, দলের পাশে থাকার অনুরোধ তামিমের

বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না বাংলাদেশ দল। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। খুব স্বাভাবিকভাবেই এমন পারফরম্যান্সের কারণে সমালোচনাও শুনতে হচ্ছে সাকিব আল হাসানের দলকে। তবে সমালোচনা নয়, বরং এই কঠিন সময়ে দলের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

আজ ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে তামিম বলেন, ‘ক্রিকেট এমন একটা জিনিস, যেটা আমাদের একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এত আবেগপ্রবণ যে যখন ভালো হয় না, আমাদের মনে হয়, দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয়, তখন আমাদের মনে হয়, সব জয় করে নিয়েছি।’

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু হলেও হারের বৃত্তে পড়ে গেছে বাংলাদেশ। বিশ্বকাপে শীর্ষ আটে থেকে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও এখন হুমকির মুখে। দলের এ কঠিন অবস্থায় সমর্থন চেয়েছেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়া এ বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান, ‘এখন আমরা একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি সবাই। যেহেতু আপনারা খুব গুরুত্বপূর্ণ একটি মিডিয়া। আমি বলব, চেষ্টা করেন এই মুহূর্তে দলের পাশে থাকতে যতটা সম্ভব। সবাই কোনো না কোনো জায়গায় হতাশা বের করে নেয়।’

তামিম আরও বলেন, ‘একটু চিন্তা করেন, ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ। আমি খেলি বা না খেলি, সেটা সত্যিই ব্যাপার না। বাংলাদেশ খেলছে, ফলে আমাদের সমর্থন করা উচিত। দেশ থেকে আমাদের ভালোবাসা দেখানো উচিত।’

জাতীয় দলের নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে তামিম বলেন, ‘জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন, আর যদি না খেলি তাহলে তো একই। দোয়া করবেন আমার জন্য।’

৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিল্লিতে। ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপ।

আরও পড়ুন...