ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে আমার বাড়ি আমার খামার প্রকল্প, সমিতির সভাপতি ও ব্যবস্থাপকদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মিলনাতয়ন কক্ষে উপজেলা প্রশাসন ও আমার বাড়ি আমার খামার প্রকল্প কালিয়াকৈর শাখার আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, এ সময় আরো উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক গাজীপুর জেলা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার বিকাশ দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন, আমার বাড়ি আমার খামার উপজেলা সমন¦য়কারী মাজেদুল আলম, ফিল্ট অফিসার হিরা মহন কর ও আশরাফুল আলমসহ অন্যরা। অনুষ্ঠান শেষে একশত দশ জন সভাপতি ও ব্যবস্থাপকদের মাঝে (সাত লক্ষ চৌত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা সম্মানী ভাতা বিতরণ করা হয়।
পিবিএ/এসডি