সমুদ্রের জলে বিকিনিতে উত্তাপ বাড়ালেন শক্তি মোহন

পিবিএ ডেস্ক: ভারতের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শক্তি মোহন। রিয়েলিটি শোর মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ তাঁর। ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স সিজন টু’র বিজয়ী হয়ে শক্ত করেছেন ভিত। তাঁর ভক্ত-অনুরাগীর সংখ্যাও কম নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই শিল্পী সম্প্রতি বিকিনি পরিহিত দুটি ছবি পোস্ট করেন।

https://www.instagram.com/p/B4PYYGbhf29/?utm_source=ig_embed

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সমুদ্রের ধারে ছুটি কাটাতে গিয়েছিলেন শক্তি। আর সমুদ্রের পানিতে নেমে তোলা দুটি ছবি পোস্ট করেন তিনি। ছবি দুটি অন্তর্জালে আসতেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়।

https://www.instagram.com/p/B4PTVLdBWgG/?utm_source=ig_embed

এর আগে ধূসর রঙের বিকিনি পরে ছবি পোস্ট করেছিলেন শক্তি। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ওই নৃত্যশিল্পী। ‘ড্যান্স প্লাস’ নামের একটি রিয়েলিটি শোতে বিচারক হিসেবে উপস্থিত থাকতে গেছে শক্তিকে। তবে রিয়েলিটি শোর এবারের পঞ্চম আসরে বিচারক হিসেবে দেখা যাচ্ছে না তাঁকে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...