সমুদ্র বন্দরের সংকেত নামল

ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের উপকূল থেকে বিদায় নিয়েছে। এ কারণে সমুদ্র বন্দরগুলো থেকে সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার দুপুরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর আগে ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে বিপদ সংকেত জারি করেছিল আবহাওয়া অফিস। ঝড়টি এরই মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এটি কক্সবাজারের উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আরও পড়ুন...