পিবিএ,মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্পত্তির লোভে দুই সন্তান বাবাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার হুগলিয়া (গাজীপুর) এলাকায় আব্দুল ওয়াহিদ (৬৮) এর দুই ছেলে সন্তান জুয়েল মিয়া (২২) ও শামীম আহমেদ (২৫) নিজ বাবাকে মারধর করে। স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশীরা তাকে আহত অবস্থায় উপজেলা স্ব্যাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন।
এব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল ওয়াহিদ শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করেন।
অব্দুল ওয়াহিদ জানান, আমার বড় ছেলে জুয়েল মিয়া মাদক সেবনকারী। প্রায় সময় মাদক সেবন করে নেশাগ্রস্থ হয়ে বাড়িতে এসে সম্পত্তি ভাগ করে না দেয়ায় আসবাবপত্র ভাংচুর করে আমি বাধা দিলে আমাকেও মারধর করে। আমার স্ত্রী জামিনা খাতুন সম্পত্তি ভাবা ভাগি করার জন্য ছেলেদের পরামর্শ দিয়ে থাকেন। আমাকে মারধর করার জন্য। পূর্বের মতো মঙ্গলবার বিকেলেও আমার স্ত্রীর পরামর্শে বড় ছেলে জুয়েল মিয়া ও শামীম আহমেদ আমাকে মারধর করে রক্তাক্ত করে।
ইউপি সদস্য তারেক আহমেদ পিবিএ’কে জানান, আব্দুল ওয়াহিদের ছেলে নেশাগ্রস্থ হয়ে সম্পত্তির লোভে প্রায়ই তাকে মারধর করতো। মঙ্গলবার খুব বেশী মারধর করে খবর পেয়ে আমরা কয়েকজন এসে তাকে উদ্ধার করি।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।
পিবিএ/টিপি/হক