খোরশেদ আলম শিমুল, পিবিএ, হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারীতে পিতাকে মূর্খ অন্ধ দেখিয়ে জাল টিপ সই দিয়ে সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগে পুত্রের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী পিতা। এব্যপারে চট্টগ্রাম যুগ্ম জেলা জজ ৩য় আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গুরা মিয়া । মামলা নং দুটি ৬৫৭/২০১৭ইং এবং ৫৬৬/২০১৭ ইং।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার মেখল ইউনিয়নের দুলা মিয়া সারাং প্রকাশ গিয়াস চেয়ারম্যানের বাড়ীর মৃত খলিলুর রহমানের পুত্র গুরা মিয়ার তিন পুত্র প্রবাসী আজম, মাহাবুব ও হাফেজ জাহেদ কৌশলে পিতার অজান্তে দলিলে মূর্খ অন্ধ দেখিয়ে জাল টিপ দিয়ে ১৭শতক জায়গা রেজিঃ দানপত্র করে দ্রুত সময়ে নামজারী করে নেয়। বিষয়টি পরে পিতা জানতে পেরে আদালতে তা বাতিলের মামলা দায়ের করেন। ভুক্তভোগী বলেন আমার তিন সন্তান আমার সাথে প্রতারণা করে সম্পদ হাতিয়ে নিয়েছে। আমি কোন দানপত্র করিনি। দানপত্রে টিপ সই আমার নয় আমি কখনও টিপ সই ব্যবহার করিনি কারন আমি সাক্ষর করতে জানি। ব্যাংকে আমার একাউন্ট আছে আমি সাক্ষর দিয়েই টাকা লেন দেন করি। বর্তমানে ভুক্তভোগী সন্তানদের এমন প্রতারণায় মানসিকভাবে বিপর্যস্ত।
এব্যপারে হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) খিসা প্রতারণার ঘটনাটি জানতে পেরে ও মামলার কাগজপত্র দেখে বলেন, নিজ পুত্ররা এমন করতে পারে বিশ্বাসই হচ্ছেনা। উনি হেবানামা ঘোষণা পত্রের আদালতে যে মামলা দায়ের করেছেন তার রায় নিতে পারলে রায়ে সব খতিয়ান বাতিল বলে গণ্য হবে। উনার জায়গা উনি ফিরে পাবেন।
পিবিএ/ কেএশ/জেডআই