সম্মেলনকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে বিএনপি’র চার নেতা আটক

 উপজেলা
ঈশ্বরগঞ্জে উপজেলা

পিবিএ,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি ও এর সহযোগি সংগঠনের চার নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৌর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দলীয় সূত্র জানায় আজ বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহের বিভাগীয় সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি করে পুলিশ নেতাদের আটক করছে। বুধবার দিবাগত রাত থেকে পুলিশ আটক অভিযানে নেমেছে। আটক কৃতরা হলেন, উপজেলার সোহাগী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, মাইজবাগ ইউনিয়ন বিএনপির সদস্য সাবেক মেম্বার আবু ছালিম, রাজিবপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম সম্পাদক সাবেক মেম্বার হারুন অর রশিদ, তাঁতীদল নেতা কামাল হোসেন সরকার।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে পণ্ড করতেই দলীয় নেতা কর্মীদের আটক করছে পুলিশ। দলটির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবু সহ দলীয় নেতাকর্মীরা।

পিবিএ/ফারুক ইফতেখার সুমন/জেডআই

আরও পড়ুন...