সময়ের কাজ যথাসময়ে শেষ করতে হবে: সমাজ কল্যাণ মন্ত্রী

পিবিএ,লালমনিরহাট: বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবার্চনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিরলস ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সময়ের কাজ যথাসময়ে শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বুধবার (১৬ জানুয়ারি )জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় কালে এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি কাজে কোন রকম অনিয়ম, দুর্নীতি মেনে নেয়া হবে না। মাদকের বিরুদ্ধেও সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হবে।
এ সময় জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ অনান্য সরকারি কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধি গণ পউপস্থিত ছিলেন।

পিবিএ/আর/ইএইচকে

আরও পড়ুন...