সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা আর নেই

সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা আর নেই
জাকারিয়া মুক্তা

পিবিএ ডেস্কঃ সময় টেলিভিশনের বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া মুক্তা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৮জুন) রাতে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। ২০১০ সালে সময় টেলিভিশনের যাত্রাকালে থেকেই এর সঙ্গে ছিলেন জাকারিয়া মুক্তা। তাঁর মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জাকারিয়া মুক্তা অসুস্থতার কারণে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পিবিএ/এমএস

আরও পড়ুন...