সরকারী জন্মনিবন্ধন ফরমে হাজার টাকায় রোহিঙ্গা নিবন্ধিত

পিবিএ,কক্সবাজার: টেকনাফ উপজেলার ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান নূর আহমদ জন্মনিবন্ধন ফরম এর নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ হাজারো বাংলাদেশ সরকার প্রায় ২বছর পর অললাইন নিব্ধন খুলে দেওয়ার পর নতুন নিব্ধন ইস্যু করার জন্য সাধারন মানুষের ভীড় পড়ে ইউনিয়ন পরিষদে। এতে অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে গড়ে উঠেছে বড় ধরনের সিন্ডিকেট।
এই সেন্ডিকেট এর নেতৃত্ব দেন স্বয়ং চেয়ারম্যান ও তার সহযোগীরা জনগনের প্রতিনিধি হলেও নেই জনগনের পাশে, তার সহচরদের দখলে ইউনিয়ন পরিষদ। আচরণে নেই নম্রতা, হয়ারানির শিকার সাধারণ জনগন এমন অভিযোগের ব্যাপারে ঘটনার সত্যটা যাচাই করতে PBA প্রতিনিধি সাধারণ মানুষের লাইনে দাড়িয়ে যাই। অবশেষে উঠে আসে বেশ কিছু অনিয়মের তথ্য।
দীর্ঘদিন পর হোয়াইক্যং এ নিবন্ধন প্রক্রিয়া শুরু,তাই সুযোগটা হাতছাড়া করা যাবেনা। বিনামুল্যের ফরমে কিছু মুল্য হাকিয়ে দিয়ে হাতিয়ে নিলে দোষ কি।
ইউনিয়ন পরিষদে ফরম মুল্য দশ টাকা, টাকার অংকটা বেশী না তাই ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে পাবলিক যেন দশ টাকা ধরিয়ে একটা ফরম নিতে পারলেই বাচে।
আবার যারা জামেলা এড়াতে চান, তাদের জন্য রয়েছে এলাকা ভিত্তিক সিন্ডিকেটদের সুবিধা। ১০ টাকার ফরমের দাম বেড়ে দশগুনে বিক্রি।তা ও নিতে হবে ফরম তো সীমিত, এই কথা প্রচারের লোকও আছে ঠিক করা।

আবার ভি,আই,পিরা পেয়ে যাচ্ছেন বিনামূল্যে ঘরে বসেই।
এই বিষয়ে লাইনে দাড়িয়ে থাকা লোকদের থেকে জানতে চাইলে তারা জানান সকাল থেকে প্রায় ৪-৫ঘন্টা লাইনে দাড়িয়ে রয়েছেন। ইউনিয়ন পরিষদ থেকে ২-৩জন বের হয়ে ফরম নিবার জন্য প্রস্তাব দেন। যারা টাকা দিচ্ছে তারা অতি সহজে ফরম পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মত অসহায় মানুষেরা পাচ্ছিনা।
এই বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে নেটওয়ার্ক সংযোগ না দেওয়ার কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পিবিএ/ সাইদুল ইসলাম ফরহাদ/এসডি

আরও পড়ুন...