পিবিএ,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ৬০ কেজি খেজুর এবং ভেজাল ১৩০ লিটার দুধ জব্দের পর নদীর পানিতে ফেলে দেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক গৌরপদ সাহা। এসময় স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
শনিবার (১১ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অরুয়াইল বাজারের কুন্ডু ফল ভান্ডারে অভিযান পরিচালনা করে পঁচা ও মেয়াদ উত্তীর্ণ ৬০ কেজি খেজুর উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় দুধ বাজারে অভিযান চালিয়ে ভেজাল ১৩০ কেজি দুধ জব্দ করা হয়।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গৌরপদ সাহা জানান, রমজান উপলক্ষে অরুয়াইল বাজারের সব ফলের দোকানে খেজুর পরীক্ষা করা হয়েছে। দুধ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। ১৩০ কেজি ভেজাল দুধ ও পঁচা ৬০ কেজি খেজুর জব্দের পর নদীর পানিতে ফেলে ধ্বংস করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পিবিএ/এআইএস/আরআই