সরাইলে ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতিকে প্রাণনাশের হুমকি

পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি জায়গা দখল এবং এলাকার পানি নিস্কাশনের খাল অবৈধ দখলের পর পাকা স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি বাবু দুলাল চন্দ্র সূত্রধর ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে দখলদাররা। এ ঘটনায় শুক্রবার রাতে সরাইল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ভূইঁয়া জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালীকচ্ছ সূত্রধর পাড়া এলাকায় সরকারি জায়গা দখল ও পানি নিস্কাশনের খাল অবৈধভাবে দখলের পর সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় সমীর সূত্রধর, হরিদাস সূত্রধর ও সুকুমার সূত্রধর নামে দখলদাররা। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য লোকজন বাধা দিলেও দখলদাররা সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়েই যায়। পরে জনসাধারণের দূর্ভোগের কথা ভেবে সরকারি খাল রক্ষায় স্থানীয় লোকদের সাথে একাত্মতা ঘোষণা করে দখলদারদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে যোগ দেন দুলাল চন্দ্র সূত্রধর। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী সাধন সূত্রধর ও সদ্বীপ সূত্রধরের নেতৃত্বে অন্যান্য দখলদাররা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শুক্রবার সকালে দুলাল সূত্রধরের বাড়িতে গিয়ে তাকে সহ তার পরিবারের সকলকে প্রাণনাশের হুমকি দেয় এবং তারা অকথ্য ভাষায় গালমন্দ করে।

এ ব্যাপারে দুলাল চন্দ্র সূত্রধর বলেন, তারা সরকারি জায়গা অবৈধভাবে দখল করেছে। খাল দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছেন। গ্রামের অন্যান্য লোকদের সাথে মিলে আমিও তাদের অন্যায়ের প্রতিবাদ জানিয়েছি। তাই তারা আমাকে ও আমার পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়েছে। এরআগে তারা আমার বাড়িতে ২/৩ বার চুরি-ডাকাতি করিয়েছে, তাদের সাথে দহরমমহরম থাকা কিছু চিহ্নিত অপরাধীদের দ্বারা। প্রাণের ভয়ে আমি এর প্রতিবাদ করতে পারিনি। কারণ তাদের সাথে কয়েকজন দূর্ধর্ষ অপরাধীর উঠাবসা আছে। আমি থানায় অভিযোগ দিয়েছি, এখন পুলিশই আমার ভরসা।

পিবিএ/এইএস/এমএসএম

আরও পড়ুন...