সরাসরি অলিম্পিকে সুযোগ পেলেন বাংলাদেশের রোমান

পিবিএ,স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে সুযোগ পেলেন তীরন্দাজ রোমান সানা। ২০১৬ সালের রিও অলম্পিকে সরাসরি খেলেছিলেন সিদ্দিকুর। তারই মতো ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি সুযোগ পেলেন রোমান। বৃহস্পতিবার (১৩ জুন) নেদারল্যান্ডসে চলমান ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে এই যোগ্যতা অর্জন করেন তিনি।

অবশ্য রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে ৭-২ সেটে মালয়েশিয়ার তীরন্দাজ খায়রুল আনোয়ারের কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি রোমানের। তবে তার সামনে এখনো ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ রয়েছে। সে লক্ষ্যেই রোববার লড়াইয়ে নামবেন রোমান।

রিকার্ভ পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে আয়োজক নেদাল্যান্ডসের ফন ডেন বার্গকে ৬-২ সেটের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন রোমান। আর তাতেই ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে ইতিহাস গড়ে জায়গা করে নেন ২০২০ অলিম্পিকে।
পিবিএ/বা.খ

আরও পড়ুন...