জামালপুর প্রতিনিধি : করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশনা মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ছয়জনকে আটকের পর অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮ জুন) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার, হাসপাতাল রোড়, শিমলাবাজার ও বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন সোহেল মিয়া (৩৬), রোকন মিয়া (৩২), সোলাইমান হোসেন (৪৩), সামিউল ইসলাম (২৮), ফরহাদ হোসেন (২৮) ও আল-আমিন (৩৫)।
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা মুখে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত তাদের এক হাজার ৬০০ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ জানান, বৈশ্বিক মহামারী
করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পিবিএ/রাজন্য রুহানি/এমএ