সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে শেরপুরে বর্ণ মিছিল

পিবিএ শেরপুর: সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে শেরপুরে বর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে বুধবার (২০ ফেব্র“য়ারি) দুপুর ১২টায় বর্ণ সম্বলিত একটি মিছিল ঝিনাইগাতী ঐতিহাসিক আমতলা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে আয়োজক সংগঠনের সভাপতি জহুরুল হক মিলনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মানবাধিকারকর্মী জাহিদুল হক মনির প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে তরুণরা পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে কথার বলার সময় বাংলা ভাষার শব্দের পরিবর্তে ইংরেজি-হিন্দী ও আঞ্চলিক শব্দের বেশি ব্যবহার করছে। আর এভাবে চলতে থাকলে শুদ্ধ বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার হুমকিতে পড়বে। তাই তাদেরকে শুদ্ধ বাংলা ভাষা শেখার ব্যপারে উদ্বুদ্ধ করতে হবে। এ বিষয়ে অভিবাবক, শিক্ষক ও অভিজ্ঞদের সচেতন হওয়ার আহবান ও সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবি জানান।

বর্ণমিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার নাগরিক
অংশগ্রহণ করেন।

পিবিএ/এসএম/জেডআই

আরও পড়ুন...