সহিংসতার ঘটনায় বিব্রত ও মর্মাহত: সিইসি

পিবিএ, ঢাকা: একাদশ জাতীয় নির্বাচনের প্রচার শুরুর দ্বিতীয় দিনে সহিংসতায় নোয়াখালী ও ফরিদপুরে ক্ষমতাসীন দলের দুইজন নিহত হওয়ার ঘটনায় বিব্রত ও মর্মাহত হয়েছি, বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরূল হুদা।

বুধবার (১২ ডিসেম্বর) নির্বাচন ভবনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, আমরা গতকাল অত্যন্ত আনন্দের সাথে বলেছিলাম, নির্বাচন কার্যক্রমে কোন অঘটন ঘটেনি। কিন্তু গতকালকেই ঘটনা ঘটেছে, যেটা আমাদের বিব্রত করেছে, মর্মাহত করেছে।

নোয়াখালীতে একজন নিহতের ঘটনা তুলে ধরে তিনি বলেন, নোয়াখালীতে একজন যুবক নিহত হয়েছে, যেটি আমাদের অত্যন্ত বিব্রত করেছে, আমাদের ব্যাথা দিয়েছে।

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলাকে অনাকঙ্খিত বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মহাসচিবের গাড়িতে হামলা অনাকাঙ্খিত। এটা কখনও কাম্য হতে পারে না। একটা মানুষের জীবন সমগ্র নির্বাচনের চেয়ে মূল্যবান।

সারাদেশের ৩০০টি আসনে যে নির্বাচন হবে, সেটার যে মূল্য আমরা মনে করি, একটা মানুষের জীবনের মূল্য তার চেয়ে অনেক বেশি। সেটা কাম্য হতে পারে না। এ অবস্থা থেকে আমাদের উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন এর মধ্যে আর যেন এরকম কোন অঘটন না ঘটে সে প্রত্যাশা করেন তিনি।

পিবিএ/এসআই/এএইচ

আরও পড়ুন...