শাহিনুর ইসলাম প্রান্ত (লালমনিরহাট): লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাঁতার কেটে নদী পার হতে গিয়ে নিখোঁজ সবুজ হোসেনের (৩০) লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
বুধবার বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম পৌরসভা সংলগ্ন সিঙ্গিমারী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিঙ্গিমারী নদী সাঁতরে পার হতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয় সবুজ। তিনি পাটগ্রাম পৌরসভার পশ্চিম মির্জার-কোর্ট এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে।
পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে সবুজ হোসেন সাঁতার কেটে সিঙ্গিমারী নদী পার হচ্ছিল। নদীর মাঝখানে যাওয়ার পর হঠাৎ পানিতে ডুবে যান তিনি। পরে পাটগ্রাম ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল ২৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার সবুজের লাশ উদ্ধার করে।
পিবিএ/এসডি