পিবিএ,সিরাজগঞ্জ: সাংবাদিকতার মাধ্যমে দূর্নীতির মুখোশ উন্মোচনের কারণে সাক্ষ্য গ্রহণের নামে বাংলা ট্রিবিউনের সাংবাদিক দীপু সারোয়ার ও এটিএন নিউজের সাংবাদিক ইমরান হোসেন সুমনকে হুমকীর প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পাল করেছে।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক ফোরোমের সভাপতি ফেরদৌস রবিন, সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাবেক সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন, সহ সভাপতি এসএম তফিজ উদ্দিন, নির্বাহী সদস্য বাবু ইসলাম, ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক সুকান্ত সেন, সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ।
বক্তারা অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে জারিকৃত নোটিশ প্রত্যাহার, অভিযুক্ত দুদক কর্মকর্তা প্রত্যাহারসহ ৪ দফা দাবী জানান।
পিবিএ/এএম/হক