হামলাকারীদের গ্রেফতারে কঠোর হুঁশিয়ারি

হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সারাদেশে সাংবাদিকদের আন্দোলন (ভিডিওসহ)

https://youtu.be/Dv223_KXtX0

পিবিএ,ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর অন্যায়ভাবে হামলাকারীদের গ্রেফতারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। আগামী শনিবারের মধ্যে জড়িতদের গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করার ঘোষণা দেয়া হয়। বাংলাদেশে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল আগামীনিউজ ডটকমের অপরাধবিষয়ক প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর সন্ত্রাসী হামলা এবং জিনেস স্ট্যান্ডার্ডের নুরুল আমিন জাহাঙ্গীর ও সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট উজ্জ্বল জিসানসহ বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজীকে অবরুদ্ধ ও শারীরিকভাবে হেনস্তার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এ হুঁশিয়ারি দেন। আজ বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ক্র্যাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মোরছালিন নোমানী, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, মাহবুব আলম লাবলু, দীপু সারোয়ার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, ক্র্যাবের যুগ্ম সম্পাদক সাখাওয়াত কাওসার, ক্র্যাবের সাবেক যুগ্ম সম্পাদক ওমর ফারুক আল হাদী, সাবেক সাংগঠনিক সম্পাদক নিত্য গোপাল তুতু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক জনকল্যাণ সম্পাদক মেহেদী হাসান, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, ক্র্যাব সদস্য হাসান জাবেদ ও উজ্জল জিসানসহ প্রমুখ। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক অমিয় ঘটক পুলক, ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি নেসারুল হক খোকনসহ ক্র্যাব, ডিআরইউ, ডিইউজে, বিএফইউজের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

হামলায় আহত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বার্তা সংস্থা পিবিএ’র বিশেষ প্রতিনিধি জিসাদ ইকবাল ও সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট উজ্জ্বল জিসান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা করে গণমাধ্যমকর্মীদের সরকারের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা চলছে। দলীয় আদর্শচ্যুত হাইব্রিডরাই সাংবাদিকদের ওপর হামলা করছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হন, সেটি দুঃখজনক। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নিলে সাংবাদিকরা সারা দেশে আন্দোলন গড়ে তুলবেন।

বক্তারা বলেন, সিটি নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত ১০ জন সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। এসব ঘটনার ভিডিওফুটেজ থাকলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অথচ খিলগাঁওয়ে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় নির্বাচিত এক কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। এ থেকে স্পষ্ট যে, পুলিশের আন্তরিকতার অভাবেই সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে না। সুতরাং আগামী শনিবারের মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তাহলে আগামী রোববার ক্র্যাব, ডিআরইউ, ডিইউজে, বিএফইউজের নেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে সড়ক অবরোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে। তাতেও যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে সারা দেশব্যাপী আরো কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। সাংবাদিকতার জন্য চলমান পরিবেশ কোনোভাবেই মেনে নেয়া হবে না।

বক্তারা আরো বলেন, সাংবাদিকদের মধ্যে মতভেদের কারণে সন্ত্রাসী হামলার শিকার হতে হচ্ছে। মনে রাখতে হবে সাংবাদিকদের মধ্যে ভেদাভেদ নেই। তারা সব সময় মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। যারা এই মহতী পেশায় থেকে নির্দিষ্ট দল বা গোষ্ঠীর হয়ে দালালি করে নিজের পেশাকেই কলঙ্কিত করছেন তারা সাবধান হয়ে যান। নইলে পরিণতি হবে ভয়াবহ।

বক্তারা বলেন, নির্যাতিত সাংবাদিকদের অপরাধ তারা সত্য সংবাদ সংগ্রহের কাজ করতে নেমেছিল। বাকস্বাধীনতার জন্য, গণতন্ত্র, মানবতার জন্য সাংবাদিকরা লড়াই করে আসছি। কিন্তু আমরাই মার খাচ্ছি; যে কারণে গণমাধ্যমকর্মী আইন আজও পাস করা হয়নি। সাংবাদিকদের ওপর হামলা করাটা যেন সহজ হয় গেছে। স্বাধীনতার পর থেকে যত সাংবাদিককে নির্যাতন, হেনস্তা, হত্যা করা হয়েছে কোনোটার বিচার হয়নি। আমরা চাই, বিচার হোক। আশা করছি, দ্রুত আসামিরা গ্রেফতার হবে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...