পিবিএ,ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাজেট ঘোষণায় আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকনের উপস্থিতিতেই ওয়ার্ড কাউন্সিলররা সাংবাদিকদের প্রতি অসৌজন্যমূলক ও উদ্ধত আচরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ । এই আচরণের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে কাউন্সিলরদের প্রতি আহবান জানানো হয়। ।
আজ রোববার ( ০১ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিওজেএ’র কেন্দ্রীয় সভাপতি জাহিদ ইকবাল এবং সাধারণ সম্পাদক এম ইব্রাহীম সরকার এক যৌথ বিবৃতিতে বলেন , সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় মেয়রের সামনে কাউন্সিলরদের এমন আচরণ মেনে নেয়া যায় না। জনপ্রতিনিধিরা যদি সংবাদকর্মীদের সাথে বৈরি আচরণ করে তাহলে জনসাধারণের কাছে সঠিক তথ্য উপস্থাপনে বিঘ্ন ঘটবে।
এ ছাড়া অতিতে আমরা দেখেছি সাংবাদিকদের উপর হ্যামলেট বাহিনীর হামলা হয়েছে। যার বিচার এখনো পায়নি সাংবাদিক সমাজ।
উল্লেখ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাজেট ঘোষণায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক ও উদ্ধত আচরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে মেয়রের উদ্দেশে ঢাকা ট্রিব্রিউনের স্টাফ রির্পোটার শাহেদ শফিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশ্ন রাখেন। সিটি করপোরেশনের মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে ওয়ার্ড কাউন্সিলরদের সেভাবে সক্রিয় হতে দেখা যায় না। তাহলে মেয়র সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কিভাবে কাজ করবেন- এমন প্রশ্ন করতেই মেয়রের উপস্থিতিতেই উত্তেজিত হয়ে ওঠেন কাউন্সিলররা। প্রশ্নকারী সাংবাদিকের প্রতি অসৌজন্যমূলক ও উদ্ধত আচরণ করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত অন্য সাংবাদিকরা এর প্রতিবাদ করলে তাদের অডিটোরিয়াম থেকে বের হয়ে যেতে বলা হয়। মারমুখী আচরণে একপ্রকার ঝাঁপিয়ে পড়তে উদ্যত হন কাউন্সিলররা।
পরে,অবশ্য মেয়র সাঈদ খোকনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কাউন্সিলরদের প্রতি ক্ষিপ্ত হয়ে তাৎক্ষনিক তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ কেন করছেন? তারা আমাদের অতিথি, আমাদের নিমন্ত্রণে এসেছেন।
এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক স্থগিত করা হয়।
পিবিএ/বাখ